Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ২৩ জুলাই ২০২০

করোনার ভূয়া প্রতিষেধক বিক্রি করতে গিয়ে ধরা

করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রির নামে প্রতারণার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিশ্বজিৎ আচার্য নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিশ্বজিৎ আচার্যের বাবা হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। বাবা মারা যাওয়ার পর বিশ্বজিৎ তার দোকানটি পরিচালনা করছে।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বজিৎ আচার্য আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকার ভাস্কর আচার্যের ছেলে।

মুশফিকুর রহমান বলেন, কর্নেলহাট এলাকায় দোকানের সামনে ব্যানার টাঙিয়ে করোনার প্রতিষেধক দাবি করে ভুয়া ওষুধ বিক্রি করছিল এমন অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। বিশ্বজিৎ আচার্য মূলত সবার সঙ্গে প্রতারণা করছিল। সে চিকিৎসা বিষয়ক কোনও নিবন্ধনও দেখাতে পারেনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়