Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৩, ২৫ জুলাই ২০২০

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কোচিং সেন্টারের সামিউল ইসলাম শুভ (২৩) নামে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৪ জুন সকাল সাড়ে ৯টার পরে সাফল্য মডেল প্রাইভেট হোম কোচিং সেন্টারে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। সামিউল ইসলাম শুভ সে বিদিরপুর ফকিরপাড়ার সেলিম রেজার ছেলে।

সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর মা থানায় মামলা দায়ের পর সামিউল ইসলাম শুভ নামে ওই কোচিং শিক্ষকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির বিদিরপুরে সুপ্রতিষ্ঠিতি বে-সরকারী এনজিও আরএসডিপি-ও নিজস্ব জমিতে প্রধান কার্যালয়ের সামনে সাফল্য মডেল প্রাইভেট কোচিং নামে মাজহারুল ইসলাম লিটন কোচিং সেন্টার চালু করে ৬ষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।

নির্যাতিত ছাত্রীর মা অভিযোগ করেন, গত ১৪ জুন সকাল ৭টার দিকে আমার মেয়ে কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে ৯টার সময় প্রাইভেট শেষ করে কোচিং থেকে বের হওয়ার সময় শিক্ষক সামিউল ইসলাম শুভ আমার মেয়েকে বলে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তুমি পরে বাড়ীতে যাও। শুভ এই কথা বলে আমার মেয়েকে সাফল্য মডেল প্রাইভেট হোম কোচিং সেন্টারের নবম শ্রেণীর ঘরে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে। শুভ যখন আমার মেয়েকে ধর্ষণ করে তখন কোচিং সেন্টারের পরিচালক মাজহারুল ইসলাম লিটন (২৪) বাহিরে পাহারা দিচ্ছিল। সে বিদিরপুর ফকিরপাড়ার আলিমের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ লিটন স্যার সবকিছু জানতো, তিনি আমাকে বলেছেন দেখ তোমার সাথে যা হওয়ার হয়েছে। এটা তোমার ও আমার কোচিং সেন্টারের মানসম্মানের বিষয়। বিষয়টি কাউকে না জানাতে শাসিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। এই বিষয়ে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

এই বিষয়ে মোহনপুর থানার কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত সামিউল ইসলাম শুভকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়