কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে চলতি বছরের বন্যার প্রাণ গেল ১৫ শিশুর

কুড়িগ্রামে চলতি বছর বন্যার পানিতে ডুবে ১৫ শিশুসহ মোট ২০ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২০ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত বন্যার পানিতে ডুবে মারা যাওয়া ২০ জনের মধ্যে ৬টি কন্যা শিশু ও ৯টি ছেলে শিশু রয়েছে।
২০১৯ সালের বন্যায় জেলায় ২১ জনের মৃত্যু হয়। এর মধ্যে শিশু ছিল ১৬টি। এর আগের বছর পানিতে ডুবে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও ২০১৭ সালে সর্বোচ্চ ৩০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশু ছিল ২০টি। বন্যায় ২০১৬ সালে মারা যাওয়া ৮ জনের মধ্যে শিশু ছিল ৬টি। আর ২০১৫ সালে একটি শিশু মারা যায়।
সরকারি দপ্তরের এসব তথ্য বিশ্লেষেণ করলে দেখা যায়, বন্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা।
পানিতে ডুবে শিশুর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান দাবি করেন, শুধুমাত্র জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই মৃত্যুর মিছিল থামানো সম্ভব।
কুড়িগ্রাম শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা আক্তার বলেন, “বন্যার মধ্যে অবহেলা ও অসচেতনতার কারণে হয়তো এমনটি ঘটছে। তবে, সচেতনতা বৃদ্ধির পরেও চ্যালেঞ্জ হলো দুরন্তপনা শিশুদের আগলে রাখা। আমরা আমাদের সকল কাজের সাথে শিশু সুরক্ষার সচেতনতার প্রচার অব্যাহত রেখেছি।”
পরিবারের সকল সদস্য সজাগ থাকলে ও বাড়ির শিশুদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো সম্ভব।
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন