গোপালগঞ্জ প্রতিনিধি
ছাত্রীদের অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল কলেজের সঙ্গীত বিভাগের শিক্ষক রজত লাল হালদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে খাবারের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে ছাত্রী ধর্ষণচেষ্টার।
বরিশাল আদালতে এই শিক্ষকের বিরুদ্ধে ইতোমধ্যে একটি ধর্ষণ মামলা চলছে। এরই মধ্যে আবারও তার বিরুদ্ধে ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠলো।
ঘটনার শিকার এক ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করে বলা হয়, সঙ্গীত শিক্ষক রজত লাল হালদার গত ৫ জুলাই সিঙ্গারার সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে একই বাড়ির একাধিক ছাত্রীকে অচেতন করে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় গত ৯ জুলাই স্থানীয়রা সালিশের মাধ্যমে তাকে এক মাসের জন্য একঘরে করে।
কোটালীপাড়ার রামশীল কলেজের অধ্যক্ষ জয়দেব বালা বলেন, “শিক্ষক রজতের বিরুদ্ধে নারী কেলেংকারির কথা শুনেছি। তিনি চরিত্রহীন। তার বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। রজতের জন্য রামশীল কলেজটি কলঙ্কিত হয়েছে। এ কারণে আমরা লজ্জায় মুখ দেখাতে পারছি না। বর্তমানে কলেজ বন্ধ রয়েছে। কলেজ খুললে তার বিষয়গুলো তদন্ত করা হবে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযুক্ত রামশীল কলেজের সংগীত শিক্ষক রজত লাল হালদার যৌন হয়রানি, ধর্ষণ ও মাদক সেবনের কথা অস্বীকার করে বলেন, “আমি মেয়েদের বাড়িতে ডেকে সিঙ্গারা মধ্যে চেতনানাশক মিশিয়ে খাইয়েছিলাম। সিঙ্গারা খেয়ে তারা অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু আমি তাদের সম্মান নষ্ট করার কোনো চেষ্টা করিনি। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে।”
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, “রজত লাল হালদারের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। বরিশাল আদালতে মামলাটি বিচারাধীন।”
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন