Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৫, ২৬ জুলাই ২০২০

করোনাকালে রোহিঙ্গাদের সহায়তায় রেড ক্রিসেন্ট

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে অনেক রোহিঙ্গা। করোনাকালে এই সকল মানুষদের পাশে দাঁড়িয়েছে কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

রেড ক্রিসেন্টের দেয়া তথ্য মতে, কক্সবাজারের সাত নম্বর ক্যাম্পের আইশোলেশন সেন্টার এখন আরও উন্নত করা হয়েছে। শেষ হয়েছে সব ধরনের কাজ। জুন পর্যন্ত সংস্থা দুটি ৫৩ হাজারের বেশি মানুষকে নানাভাবে সহায়তা করেছে।

কাতার রেড ক্রিসেন্ট বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের স্থানীয় প্রশাসনের সহায়তায় দ্রুততম সময়ে সব কাজ শেষ করা হয়েছে। শরণার্থী পরিবারগুলোকে স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দেয়ার পাশাপাশি খাবার দিয়েও সাহায্য করছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত দুটি আইসোলেশন সেন্টারে মোট ৮৪টি বেড রয়েছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্প-২-এর সেন্টারে ৩০টি ও ক্যাম্প-৭-এর সেন্টারে ৫৪টি বেড আছে।

কর্তৃপক্ষ আরও জানায়, এ দুটি সেন্টারে সেবা দেওয়ার লক্ষ্যে ২৪ ডাক্তার, ৪০ নার্সসহ ২ শ’রও বেশি কর্মকর্তা-কর্মচারী করোনা চিকিৎসার ব্যাপারে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়