Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০০, ২৬ জুলাই ২০২০

বাড়ছে শীতলক্ষ্যার পানি, বন্যার আশঙ্কায় নারায়ণগঞ্জবাসী

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি বাড়ছে। বর্তমানে নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের ড্রেনের মুখ আর নদীর পানির উচ্চতা কাছাকাছি চলে আসায় অনেক এলাকা থেকে নামছে না পানি।

গত কয়েক দিনের বৃষ্টিতে শীতলক্ষ্যা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা করছে নগরবাসী। রোববার (২৬ জুলাই) দেখা গেছে অধিকাংশ জায়গায় নদীর পানি এখন ড্রেনের সঙ্গে মিশে গেছে।

যে কারণে কোথাও কোথাও নদীর পানি উল্টো ড্রেন দিয়ে শহরের দিকে প্রবাহিত হয়ে সমান হয়ে যাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় শীতলক্ষ্যায় গতি বেড়েছে।

শীতলক্ষ্যার পানি বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব পড়েছে নারায়ণগঞ্জেও। যে কারণে নারায়ণগঞ্জ শহরের পানি নিষ্কাশনের ড্রেন ও শীতলক্ষ্যার পানি এক লেবেলে চলে এসেছে। এমতাবস্থায় শীতলক্ষ্যার পানি না কমে যদি আবারও বৃষ্টি হয় তাহলে নারায়ণগঞ্জে বন্যা হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ তথ্য মতে, শীতলক্ষ্যা নদীতে বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় শীতলক্ষ্যায় বৃদ্ধি পেয়েছে ৩ সেন্টিমিটার পানি। শীতলক্ষ্যার বিপদসীমা ৫.৫০ মিটার। কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েব সাইটে প্রকাশিত সবশেষ তথ্য মতে, এখন শীতলক্ষ্যার পানি ৫.৬০ মিটারে প্রবাহিত হচ্ছে। যা বন্যার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়