Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১২:০৮, ২৭ জুলাই ২০২০

সাড়ে ১১ হাজার ইয়াবাসহ গাড়ি চালক আটক

ফেনীর সোনাগাজীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মো. মনজুর আলম মঞ্জু (৩৯) নামে এক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার রাতে উপজেলার লক্ষীপুর এলাকার ডা. নুরুল করিমের ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসকে (চট্ট-মেট্রো-৫১-১০০৭) থামানোর সংকেত দেয়া হয়। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে চালক মনজুর আলম মঞ্জুকে আটক করে গাড়িটি জব্দ করে।

মাইক্রোবাসটির সামনের গ্লাসে একটি বেসরকারি টিভি চ্যানেলের স্টিকার লাগানো ছিল। মাইক্রোবাসে থাকা ব্যাগ তল্লাশি করে ৬০টি নীল রংয়ের বায়ুরোধ প্যাকেট থেকে ১১ হাজার ৮৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মঞ্জু দাগনভূঞা উপজেলার গজারিয়া গ্রামের মো. গোলাম রহমানের ছেলে।

র‌্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে সুকৌশলে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট এনে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন মঞ্জু। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ ১৫ হাজার ও জব্দকৃত মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. নুরুজ্জামান জানান, উদ্ধারকৃত মালামালসহ আসামিক সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়