Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২৭ জুলাই ২০২০

বন্যায় বিপর্যস্ত দেশ

কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উত্তরাঞ্চলে পানি নামতে শুরু করলেও অবস্থার পরিবর্তন হয়নি।

এখন পর্যন্ত ১৫৪৪ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সরকারি হিসেবে আশ্রয়কেন্দ্রগুলোত ৩০ হজার মানুষ আশ্রয় নিয়েছেন। কিন্তু বাঁধে যারা অবস্থান করছেন, তাদের কোনো হিসাব নেই। বাঁধে যারা আশ্রয় নিয়েছেন তারা সবচেয়ে বেশি সংকটে আছেন। আবার অনেকে পানির নীচে তলিয়ে যাওয়া বাড়ি-ঘরেই মাঁচা বানিয়ে থাকছেন।

দেশের ৩১ জেলার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দি। দীর্ঘস্থায়ী বন্যা আর নদী ভাঙ্গনে পর্যুদস্ত মানুষ। আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট আর পানিবাহিত নানা রোগ দুর্ভোগ বাড়িয়ে তুলছে মানুষের।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে- উত্তরের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুর প্রভৃতি জেলা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে ১৮ জেলার ৯৪ উপজেলার মানুষ।

এছাড়া জামালপুর, ফরিদপুর , গাইবান্ধা , সাদীপুর, পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

দফায় দফায় বন্যায় বিভিন্নস্থানে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আবহাওয়া অফিস জানায়, উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং দেশের অভ্যন্তরে প্রবল বৃষ্টির কারণে এই বন্যা। আসাম থেকে আসা বৃষ্টির পানির ঢল পরিস্থিতিকে আরো খারাপ করে তুলছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশের ১৪টি প্রধান নদ-নদীর ২২টি পয়েন্টে পানি বিপদ সীমার উপরে আছে। গঙ্গা ও পদ্মা ছাড়া সব নদীর পানিই একটু একটু করে কমছে। তবে গঙ্গা ও পদ্মা নদীর পানি আরো বাড়বে। আবার বৃষ্টি শুরু হলে অন্যান্য নদীর পানিও বাড়তে শুরু করবে। তখন আবার পরিস্থিতি খারাপের দিকে যাবে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়