Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ২৯ জুলাই ২০২০
আপডেট: ১২:১০, ২৯ জুলাই ২০২০

পশুর হাটে মানা হচ্ছে না করোনার নির্দেশনা

কোনো কোনো পশুর হাটে হাত ধোয়ার ব্যবস্থা আছে। কিন্তু এসবে ভ্রুক্ষেপ নেই পশু ব্যবসায়ীদের। পশু বিক্রি হবে কি না, সেটা নিয়েই তাঁদের যত দুশ্চিন্তা। সুরক্ষা নিশ্চিত করতে ইজারাদাররাও তেমন কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। গতকাল মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি পশুর হাটে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এদিকে গতকাল বৃষ্টি হওয়ার কারণে পশুর হাট কর্দমাক্ত হয়ে আরো নোংরা হয়েছে। বৃষ্টির কারণে প্রত্যাশা অনুযায়ী হাটে আসেনি ক্রেতা। গরু বিক্রেতাদের থাকার জায়গাও অপরিষ্কার। স্যাঁতসেঁতে মেঝেতে ঠাসাঠাসি করে ঘুমান বলেও জানিয়েছেন শ্রমিকরা। হাটে ক্রেতা না থাকায় এবং বিক্রি কম হওয়ায় চিন্তার ভাঁজ দেখা গেছে ব্যবসায়ীদের কপালে। কথায়ও সেই একই উদ্বেগ-উৎকণ্ঠা।

নারায়ণগঞ্জে এবার ৬৬ টি অস্থায়ী পশুর হাটের ইজারা দিয়েছে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন। ইতোমধ্যে হাট গুলোতে নদী ও সড়কপথে কোরবানীর পশু আসতে শুরু করেছে। হাটগুলোতে বিপুল পরিমান গরু উঠলেও ক্রেতা সমাগম অনেক কম। তবে কিছু হাটে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মানা হলেও অধিকাংশ হাটে তা মানা হচ্ছে না। এতে করে বাড়ছে করোনা সংক্রমনের স্বাস্থ্য ঝুঁকি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, হাটে গুলোতে স্বাস্থ্যবিধি মানা না হলে বা কোন অনিয়ম হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
করোনার ভয় উপেক্ষা করে মুন্সিগঞ্জে শেষ সময় কোরবানির পশুর হাট জমেতে শুরু করেছে। পবিত্র কোরবানির ঈদ (ঈদুল আজহা) ঘনিয়ে আসায় হাটে ক্রেতা ও বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে এসব হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছে না কেউ। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা নীরব ভূমিকা পালন করায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন অনেকেই।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়