খুলনা প্রতিনিধি
নিজ বাড়িতে যুবককে গলা কেটে হত্যা

খুলনায় মো. বাচ্চু শেখ (৩২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়া নামক স্থানে নিজ ঘরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত বাচ্চু শেখ তেলিগাতী গ্রামের আমজাদ শেখের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম রেজা এ ঘটনটা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহ থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, নিহত বাচ্চু শেখ স্থানীয় বাসিন্দা মো. আমজাদ শেখের পুত্র। তিনি বিদেশে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু শেখ বুধবার রাতে তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরে স্ত্রী’র সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে অজ্ঞাত পরিচয়ের দৃর্বৃত্ত ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে হত্যা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার স্ত্রী জেগে উঠলে হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, বিদেশফেরত এই যুবক মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ আছে।
অপর সূত্র জানিয়েছে, বাচ্চু তার ফুফাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। যে কারণে ফুফাতো ভাই তাদের ওপর ক্ষিপ্ত হয়। এর জের ধরে এক সপ্তাহ আগে বাচ্চুকে দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন