Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৭ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ৩০ জুলাই ২০২০
আপডেট: ১৪:১৫, ৩০ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় দু`পক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়।

ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের পন্যে দরদাম নিয়ে কথা কাটাকাটির জের ধরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি করা হয়। 

পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত কয়েকদিন আগে নুর উদ্দিনের দোকানে ইকরাম কিছু কেনার জন্য গেলে দরদাম নিয়ে কথা-কাটাকাটি হয়। এর কারনে দু’পক্ষের সংঘর্ষ হয়। 

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আহম্মেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছ। তবে কাউকে গ্রেফতার করা হয়নি। 

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়