চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট: ২২:২৩, ৩০ জুলাই ২০২০
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রামের পাঁচ দৈনিকের প্রকাশনা

ফাইল ছবি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রাম থেকে প্রকাশিত পাঁচটি দৈনিক পত্রিকার প্রকাশনা। ঈদুল আজহার আগে আকস্মিকভাবে পত্রিকাগুলোর প্রকাশনা বন্ধ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
পত্রিকাগুলো হচ্ছে- আজাদী, পূর্বকোণ, বীর চট্টগ্রাম মঞ্চ, সুপ্রভাত বাংলাদেশ ও পূর্বদেশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) এসব দৈনিক প্রকাশিত হয়নি।
পূর্ণাঙ্গ ঈদ বোনাসের দাবিতে বুধবার (২৯ জুলাই) সকালে চট্টগ্রামের প্রাচীনতম পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে সিইউজে। এরপর রাতে আজাদীসহ অন্যান্য পত্রিকায় কর্মরতরা জানতে পারেন, কর্তৃপক্ষ পত্রিকার প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ব্যাপারে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, ‘পত্রিকা বন্ধ আছে। কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি কারও সঙ্গে ঝগড়া-বিবাদ চাই না। আমার পত্রিকায় কর্মরতরাই এ বিষয়ে বলবেন।’
দৈনিক পূর্বকোণের প্রধান প্রতিবেদক নওশের আলী খান বলেন, ‘আমি গত (বুধবার) রাত ১২টায় কাজ শেষ করে অফিস থেকে বের হই। পরে জানতে পারি যে কর্তৃপক্ষ পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। '
দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক উমর ফারুক বলেন, ‘আজ (বৃহস্পতিবার) আমাদের পত্রিকা প্রকাশ হয়নি। চট্টগ্রাম নিউজ পেপার অ্যালায়েন্সের সিদ্ধান্ত অনুযায়ী পত্রিকা প্রকাশ হয়নি।’
প্রকাশ না করার কারণ জানতে চাইলে তিনি আজাদী সম্পাদক এম এ মালেকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। উল্লেখ্য, চট্টগ্রাম থেকে প্রকাশিত মূলধারার পত্রিকাগুলোর সম্মিলিত সংগঠন চট্টগ্রাম নিউজ পেপার অ্যালায়েন্সের সভাপতির দায়িত্বে আছেন এম এ মালেক।
দৈনিক পূর্বদেশের সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘দৈনিক আজাদীর সম্পাদক সাহেবের বাসার সামনে কর্মসূচির পর সম্পাদকরা সম্মিলিতভাবে পত্রিকার প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার একার নয়, সম্পাদকদের সম্মিলিত সিদ্ধান্ত। সিইউজের নেতাদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। আমি আশাবাদী, আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই সংকটের সমাধান হবে।’
এদিকে ঈদের নির্ধারিত ছুটির আগে আকস্মিকভাবে চট্টগ্রামের পাঁচটি পত্রিকার প্রকাশনা বন্ধ রাখা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভায় বসে সিইউজের নির্বাহী কমিটি। সিইউজে নেতারা পত্রিকা কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে হটকারী বলে উল্লেখ করেছেন এবং উদ্বেগ জানিয়েছেন।
সভায় নেতারা বলেন, ‘পত্রিকা কর্তৃপক্ষ ঈদুল ফিতরের সময়ও সাংবাদিক-কর্মচারিদের পূর্ণ উৎসব বোনাস দেয়নি। কোনো কোনো পত্রিকা দীর্ঘদিন ধরে ইনক্রিমেন্ট, বেতন-ভাতা বকেয়া রেখেছে। একইভাবে ঈদুল আজহার পূর্ণ বোনাস না দিয়ে সুকৌশলে ঈদের নির্ধারিত ছুটির আগেই বৃহস্পতিবার থেকে পত্রিকার প্রকাশনা বন্ধ রেখেছে। ঈদ উৎসবের প্রাক্কালে যা অত্যন্ত অমানবিক ও বেদনাদায়ক।’
‘কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে পত্রিকার প্রকাশনা বন্ধ করে পাঠকদেরও সংবাদপ্রাপ্তি থেকে বঞ্চিত করার পাশাপাশি এই করোনাকালে সার্বিক পরিস্থিতি ঘোলাটে করে সরকারকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালাচ্ছে’– অভিযোগ সিইউজে নেতাদের।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন