মেহেরপুর প্রতিনিধি
ট্রাক চাপায় এটিএন নিউজের কর্মকর্তাসহ নিহত ২

সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় গাংনী উপজেলার বামুন্দী পশুহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে গাংনী বজ্রপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে মকবুল হোসেন (২৯) এটিএন নিউজের এইচআর বিভাগের সহকারী প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
নিহত অপরজন হলেন মকবুলের বন্ধু গাংনী চরগোয়াল গ্রামের আবদুল আওয়ালের ছেলে আক্তারুজ্জামান (২৮)। তিনিও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে কর্মরত ছিলেন। দুই বন্ধুই একসঙ্গে ঈদে ছুটিতে বাড়ি এসেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মকবুল ও আক্তারুজ্জামান চরগোয়ালগ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে বামুন্দী আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, নিহত দুজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে একসঙ্গে ঢাকায় দুটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, চালক পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি আটক করেছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন