Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১১:১৯, ৩ আগস্ট ২০২০

বাস-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ৩

ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি এবং প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে ফাল্গুনী পরিবহনের খুলনাগামী একটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকআপের ভেতরে থাকা চালকসহ তিন ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হলেও বাসের চালক পলাতক রয়েছেন। 

গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রাস্তা থেকে সরিয়ে নেয়ায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করে ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা অব্যাহত আছে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়