Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৯, ৪ আগস্ট ২০২০

ঈদে বেড়াতে এসে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

কুমিল্লার হোমনায় ঈদ করতে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত দুই কিশোর হলো- খোদেদাউদপুর গ্রামের আমির হোসেন খন্দকারের ছেলে মো. আবতাহি (১৪) ও রিপন মিয়ার ছেলে মো. শাকিব (১৩)। কিশোর আবতাহির ফুফাতো ভাই শাকিব। তারা দুইজনই ঈদ উদযাপন করতে পরিবারের সাথে হোমনায় এসেছিল।

সোমবার (৩ আগস্ট) উপজেলার খোদেদাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ।

তিনি জানান, সোমবার সকাল ১০টার দিক আবতাহি ও শাকিব স্থানীয় অন্যান্য ছেলেদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় ডুবে যায় ওই দুই কিশোর। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের জিম্মায় দিয়ে দেয়া হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়