Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ৬ আগস্ট ২০২০

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল বড়আঁচড়া সীমান্ত এলাকা থেকে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবক আটক হয়েছে। আটককৃতরা হলেন, বড়আঁচড়া মুচিবাড়ির চিত্ত ঘোষ (২২)ও শিমুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে বড়আঁচড়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মুচি বাড়ি এলাকার শিবু ঘোষের ছেলে। শিমুল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া বলেন, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড়আঁচড়া সীমান্তে অপেক্ষা করছে। এমন সংবাদে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে চিত্ত ঘোষকে ১৫০ বোতল ফেনসিডিল ও শিমুলকে ৫০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।  

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়