Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫২, ৮ আগস্ট ২০২০

মুখে টেপ ও হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালু মাঠের নিচে পানিতে পড়া থাকা হাত-পা বাঁধা অবস্থায় এক অটোচালকের লাশ শনিবার সকাল ৭টার দিকে উদ্ধার করে পুলিশ।

মৃত বেক্তি আড়াইহাজারে আসু মোল্লা (৪৫)। উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনারগাও উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মোল্লার ছেলে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মনে হচ্ছে দুস্কৃতিকারীরা অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যা করে আড়াইহাজার উপজেলার নির্জন স্থানে ফেলে যায়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এর আগে তিনি গত ৬ আগস্ট রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি। 

খবর পেয়ে নিহতের ভাই বেনু মোল্লা তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। তিনি জানান, আসু মোল্লা ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি। ভাইকে না পেয়ে সোনারগাঁও উপজেলাসহ আড়াইহাজার উপজেলায় নিহতের পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তার নিখোঁজের পর সোনার গাও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। লাশটি উদ্ধারের সময় তার মুখে কসটেপ পেঁচানো ছিল। হাত-পা বাঁধা অবস্থায় ছিল। 

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়