নারায়ণগঞ্জ প্রতিনিধি
মুখে টেপ ও হাত-পা বাঁধা অবস্থায় অটোচালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার-মদনপুর সড়কের স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি এলাকায় একটি বালু মাঠের নিচে পানিতে পড়া থাকা হাত-পা বাঁধা অবস্থায় এক অটোচালকের লাশ শনিবার সকাল ৭টার দিকে উদ্ধার করে পুলিশ।
মৃত বেক্তি আড়াইহাজারে আসু মোল্লা (৪৫)। উদ্ধার করেছে পুলিশ। তিনি সোনারগাও উপজেলার জামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত মালেক মোল্লার ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মনে হচ্ছে দুস্কৃতিকারীরা অন্য কোথাও তাকে শ্বাসরোধে হত্যা করে আড়াইহাজার উপজেলার নির্জন স্থানে ফেলে যায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এর আগে তিনি গত ৬ আগস্ট রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি।
খবর পেয়ে নিহতের ভাই বেনু মোল্লা তার ভাইয়ের লাশ শনাক্ত করেন। তিনি জানান, আসু মোল্লা ৬ আগস্ট বৃহম্পতিবার রাত ৯টার দিকে বাড়ি থেকে অটো নিয়ে বের হন। পরে আর বাড়িতে ফিরেনি। ভাইকে না পেয়ে সোনারগাঁও উপজেলাসহ আড়াইহাজার উপজেলায় নিহতের পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল। তার নিখোঁজের পর সোনার গাও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। লাশটি উদ্ধারের সময় তার মুখে কসটেপ পেঁচানো ছিল। হাত-পা বাঁধা অবস্থায় ছিল।
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন