Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ৮ আগস্ট ২০২০

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

চুয়াডাঙ্গার সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বাস ও শ্যালো ইঞ্জিন চালিত ভ্যান আলমসাধু ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন, ষষ্টি হালদার (৪০), পশু ডাক্তার মিলন (৩৬), রাজু মিয়া (৩৫), সোহাগ (২৫), শরিফ আলী (৪৫) ও কালু (৪০)।

জানা যায়, যাত্রীবাহী নৈশকোচ রয়েল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দর্শনার উদ্দেশে ছেড়ে আসে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে পৌঁছালে যাত্রীবাহী নৈশকোচটি প্রথমে একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এরপর পর্যায়ক্রমে পাখিভ্যান, মোটরসাইকেল ও আরো একটি আলমসাধুসহ সাতজন পথচারীকে ধাক্কা দেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালককে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।  

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়