গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ৪ হাজার পরিবার পানিবন্দি

গোপালগঞ্জ জেলার অন্তত ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মধুমতি, কুমার, ঘাঘর, শৈলদহ, বাঘিয়ারকুল নদীর পানি বেড়ে জেলা সদর, মুকুসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিলবেষ্টিত নিম্নাঞ্চলের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। সেইসঙ্গে, মধুমতি নদী ও মধুমতি বিলরুট চ্যানেলের গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহ, উরফি, ইছাখালি ও ধলইতলায় নদীভাঙন অব্যাহত রয়েছে।
এদিকে, পানি বেড়ে যাওয়া ৩ হাজার ৭ শ’ ৮০ টি মাছের ঘের ভেসে প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমনের বীজতলা ও ক্ষেতের আউশ ধান তলিয়ে গেছে। নষ্ট হয়েছে সবজি ক্ষেত। বানভাসি ১ হাজার পরিবার উঁচু সড়কে আশ্রয় নিয়েছে।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, মধুমতি বিলরুট চ্যানেলের পানি বিপৎসীমা দিয়ে প্রবাহিত হচ্ছে। মধুমতি নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। ভাঙন কবলিত এলাকায় বালুর বস্তা ফেলার কাজ শুরু করা হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা জানান, দুর্গত এলাকায় চাল. ডাল, আলু, লবন, তেল, শুকনা খাবার, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট পৌঁছে দেয়া হচ্ছে।
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন