Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪৬, ১২ আগস্ট ২০২০

ট্রাক উল্টে মারা গেল ৬ গরু

টাঙ্গাইলের কালিহাতীতে গরু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ টি গরু মারা যায় এবং ৪টি গরু জীবিতাবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১২-২৬০২) যদুরপাড়া মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। গরুগুলোর পা বাঁধা থাকার কারণে পানিতে পড়ে ১০টি গরুর মধ্যে ৬টি গরুরু মৃত্যু হয়। ৪টি গরু স্থানীয়রা জীবিত উদ্ধার করেছেন। গরুর চার পা বেঁধে গাড়ির মধ্যে শুয়ে আনার কারণে অনেকেই ধারণা করছেন গরুগুলো চুরি করে আনা হয়েছে।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও চারটি গরু জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া আহত চারটি গরুকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় ট্রাকের হেলপার ও চালক পলাতক রয়েছে। এখন পর্যন্ত গরুগুলোর কোনো মালিক পাওয়া যায়নি।

আইনিউজ/টিএ  

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়