Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১২, ১৫ আগস্ট ২০২০

রাজশাহীতে সহকারী হাইকমিশনে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন

রাজশাহীতে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। শনিবার(১৫ আগস্ট) সকালে রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় নগরীর ভদ্রা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এ সময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহীতে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। পতাকা উত্তোলনের পর তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামা কোবিন্দের বার্তা পাঠ করেন। এ সময়ে সহকারী হাই কমিশন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সমেবত কণ্ঠে সেখানে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সহকারী হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান। 

 

এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের পদস্থ কর্মকর্তা ও রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়