Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ১৫ আগস্ট ২০২০

রোববার প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠবেন সেই ভিক্ষুক নাজিম

করোনাভাইরাসের সংকটকালে অসহায় মানুষদের জন্য নিজের জীবনের কষ্টের জমানো টাকা দান করেছিলেন শেরপুরের বৃদ্ধ ভিক্ষুক নাজিম উদ্দিন। সেই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুশি হয়ে তাকে বাড়ি করে দেওয়ার নির্দেশ দেন।

সেই কথা অনুযায়ী, প্রধানমন্ত্রীর দেয়া বাড়িতে আগামীকাল রোববার (১৬ আগস্ট) উঠবেন নাজিম উদ্দিন। এতদিনের কষ্টের জীবন শেষে ভেন্নাপাতার ছাউনির মতো ঘর ছেড়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আধুনিক পাকা বাড়িতে উঠবেন। নতুন ঘরের চাবি তুলে দেয়া হবে তার হাতে।

নাজিম উদ্দিন যে ঘরটিতে এতদিন ছিলেন সেটি মূলত সরকারের খাসজমি ছিল। এটি নাজিম উদ্দিনও এতদিন জানতেন না। সরকারের এই খাসজমিও নাজিম উদ্দিনের নামে বরাদ্দ দেয়া হয়েছে। তিনি যে ঘরে থাকতেন সেই জমি কিছুটা সম্প্রসারণ করে ১৫ শতাংশ জমি তার নামে বরাদ্দ দিয়েছে সরকার। তাকে যেন আর কখনো ভিক্ষা করতে না হয় সেজন্য একটি দোকানও করে দিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হতদরিদ্র নাজিম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নেয়া হয়েছে সরকারের তরফ থেকে। ইতোমধ্যে তার অসুস্থ মেয়ের চিকিৎসাও করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেয়ে খুশি নাজিম উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ঘর রেডি হইছে। কাল নতুন ঘরে তুলে দেবো, ডিসি সাব আইবো। ঘর পছন্দ হয়েছে। খুশি হইছি দেইখা।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে তিনি বলেন, ‘এ রকম প্রধানমন্ত্রী আমার ৮২ বছর বয়সে আর কহনো দেহি নাইকা। মনে করন আমি তো করোনার জন্য ট্যাহাডা দিছি। সেখানে খুশি হইয়া প্রধানমন্ত্রী আমাকে যে উপহার দিছে, আমি খুব খুশি হইছি। ঘরবাড়ি সব দিল। আমি আর কোনো কিছু চাই না।’

‘আমি দোয়া করি আল্লাহ তারে (প্রধানমন্ত্রী) দীর্ঘদিন বাঁচায়ে রাখুক। যতদিন বেঁচে থাকে ততদিন আল্লাহ তারে রাজত্ব (সরকার পরিচালনা) করার সুযোগ দিক।’ নাজিম উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে থেকে দেখার ইচ্ছাও প্রকাশ করেন।

শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়ে ওনাকে (নাজিম উদ্দিন) একটা বাড়ি উপহার দিয়েছেন। বাড়ির চাবি আমরা হস্তান্তর করবো কালকে (রোববার)। ওনাকে আমরা নতুন ঘরে তুলে দেব।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়