Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৭, ১৬ আগস্ট ২০২০

দুদিন বন্ধের পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

গত ১৪ আগস্ট সাপ্তাহিক ছুটি ও ১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। ছুটির পর দুই দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। শুক্র ও শনিবার এ দুই দিন উভয়ই দেশের এ স্থলবন্দর দুটি বন্ধ ছিল।

দেশের চলমান ১২টি স্থলবন্দরের মধ্যে সবচেয়ে বড় আর বেশি রাজস্বদাতা বন্দর হলো বেনাপোল। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে দেশে শিল্প কারখানায় ব্যবহৃত ৭০ শতাংশ কাঁচামাল এ পথে আমদানি হয়ে থাকে। রাজস্ব আয়ে বাণিজ্যিক দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের পর বেনাপোল বন্দরের অবস্থান।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল আমদানি-রফতানি শুরুর বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ধের কারণে আটকে থাকা পণ্য যাতে ব্যবসায়ীরা দ্রুত খালাস নিতে পারেন সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়