চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামে জাহাজ ডুবি: এখনও নিখোঁজ ১৩ নাবিক

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার সময় দুর্ঘটনায় কবলিত লাইটার জাহাজের নিখোঁজ ১৩ নাবিক এখনও উদ্ধার হয়নি। তাদের সন্ধানে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্টরা জানায়, বিরূপ আবহাওয়ার কারণে সাগরে উত্তাল ঢেউয়ের তোড়ে শনিবার (১৫ আগস্ট) সকালে গম বোঝাই জাহাজ এমভি আখতার বানু-১ ও চিনি বোঝাই এমভি সিটি-১৪ নামে দু’টি জাহাজ ডুবে যায়। এসময় একটি জাহাজের ১৩ নাবিক নিখোঁজ হয়।
শনিবার সকাল আটটার দিকে বন্দরের বহির্নোঙ্গরের মাদার ভেসেল থেকে দুই হাজার টন আমদানিকৃত গম অনলোড করে ঢাকায় যাওয়ার পথে আবুল খায়ের গ্রুপের গমবাহী জাহাজ এমভি আখতার বানু-১ নামে লাইটার জাহাজটি সাগরের মাঝখানে ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে গিয়ে ডুবে যায়। শনিবার রাত পর্যন্ত নিখোঁজ নাবিকদের সন্ধান পাওয়া যায়নি।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে হাতিয়া এলাকায় ডুবে যাওয়া জাহাজটিতে দুই হাজার টন আমদানিকৃত গম রয়েছে। জাহাজের সার্ভেয়ার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নাবিকদের খোঁজ মিলেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর যুগ্ম সম্পাদক আতাউল কবির রঞ্জু জানান, গমবাহী লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলো।
বাংলাদেশ লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম বলেন, “দুর্ঘটনায় এখনো ১৩ নাবিক নিখোঁজ আছে। আমরা কোস্টগার্ড ও নৌবাহিনীকে তাদেরকে উদ্ধার করার বিষয়ে জানিয়েছি।”
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন