Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০২ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৭, ১৬ আগস্ট ২০২০

কার্টুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ

প্রান্তিক (২০) নামের এক যুবকের বিরুদ্ধে রাজশাহীর চারঘাটে টিভিতে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রান্তিক উপজেলার গোপালপুর এলাকার আবু আলীর ছেলে। ঘটনার পর শিশু দুইটি তার মাকে ঘটনা জানালে এলাকায় তোলপাড় শুরু হয়।

শনিবার বিকালের এ ঘটনায় রাতে ধর্ষণের শিকার এক শিশুর পিতা বাদী হয়ে চারঘাট মডেল থানায় মামলা করেন। 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, শনিবার বিকালে গোপালপুর এলাকার যুবক প্রান্তিক (২০) প্রতিবেশী দুই শিশুকে টিভিতে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। এসময় ওই শিশু দুইটিকে ধর্ষণ করে। পরে শিশু দুইটি অসুস্থ হয়ে পড়লে প্রান্তিক বাড়ি থেকে পালিয়ে যায়। 

এ ঘটনায় দুই শিশুকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। শনিবার রাতেই মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়