Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৩, ১৭ আগস্ট ২০২০

চট্টগ্রামে টানা বর্ষণ, দুর্ভোগে সাধারণ মানুষ

চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টিপাতে কারণে দুর্ভোগের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারনে মহানগরীর নিম্নাঞ্চলে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।  আবহাওয়া দপ্তর বলেছে, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

সোমবার (১৭ আগস্ট) ভোর থেকেই কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। অব্যাহত বৃষ্টিপাতে নগরীতে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরসহ নদী ও সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ফরিদ আহাম্মদ জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলেও আবহাওয়া সতর্কতায় জানানো হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়