Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০১, ১৭ আগস্ট ২০২০

জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে রিপন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ধানুয়া কামালপুর স্থল বন্দরের একটি ঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। রিপন মিয়া স্থানীয় মির্ধাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে এলাকাবাসী ধানুয়া কামালপুর স্থল বন্দরের মাখন মিয়ার ঘরের আড়ার (ধর্ণা) সাথে গামছা দিয়ে তৈরি ফাঁসে রিপন মিয়ার ঝুলন্ত মরদেহ দেখে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, “মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়না তদন্তের পর বলা যাবে।”

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়