ময়মনসিংহ প্রতিনিধি
বেঁচে আছেন মেয়েকে বুকে জড়িয়ে রাখা সেই বাবা

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আটজনের মৃত্যু হয়েছে। নিহতরা একই পরিবারের সদস্য।
মঙ্গলবার সকালে ৯টার দিকে ফুলপুর উপজেলার পশ্চিম বাসাতি এলাকার ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর মর্মস্পর্শী একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, মেয়েকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছেন। স্থিরচিত্র হওয়ায় অনেকে মনে করেছেন, বাবা-মেয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনেকেই ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিতে দেখা যায়।
পরে জানা যায়, দুর্ঘটনায় মেয়ে বুলবুলি আক্তার (৭) মারা গেলেও বেঁচে আছেন বাবা শাহজাহান (৪০)। শেষ চেষ্টা চালিয়েও মেয়েকে বাঁচাতে না পেরে এভাবে আর্তনাদ করছেন বাবা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি।
এই ঘটনায় নিহত অন্যরা হলেন- ভালুকা উপজেলার বিরুনীয়ার বাকশী গ্রামের মিলুয়ারা বেগম (৬৫), বেগম (৩০), গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের পারুল আক্তার (৩০), শামসুল হক (৬৫), শেখ বাজার গ্রামের রেজিয়া খাতুন (৫৩), রিপা খাতুন (৩০) ও তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের নবী হোসেন (৩০)।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিল। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
তিনি বলেন, দুর্ঘটনায় আটজন মারা গেছেন। বুলবুলি আক্তারের বাবা শাহজাহানসহ বাকি ছয়জনকে উদ্ধার করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন