Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৮, ১৮ আগস্ট ২০২০
আপডেট: ২১:৪৯, ১৮ আগস্ট ২০২০

ভাইরাল হওয়া ছবিটি চাচা-ভাতিজির!

চাচা শারফুলের বুকে ভাতিজি বুলবুলি

চাচা শারফুলের বুকে ভাতিজি বুলবুলি

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় স্ত্রী ও শিশুসন্তানকে হারিয়েছেন ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাকশিবাড়ি গ্রামের শাহজাহান (৪০)। স্ত্রী-সন্তান, ভাই ও আত্মীয়দের নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খালাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন তিনি। নিজের প্রাণ বাঁচলেও স্ত্রী ও আদরের শিশুসন্তানকে হারিয়েছেন তিনি।

এই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যেটি সবার হৃদয় ছুঁয়ে যায়। ছবির দৃশ্য সবাইকে কান্নায় ভাসিয়ে দেয়। বাবা শাহজাহান ও মেয়ে বুলবুলি ভেবে হৃদয়স্পর্শী ছবিটি শেয়ার করেন অনেকেই। কেউ কেউ বলেছেন বাবা-মেয়ে দুইজনের মারা গেছেন। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েন অনেকে।

অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি বাবা-মেয়ের নয়। ছবিটি চাচা-ভাতিজির। তবে বুলবুলি মারা গেলেও তার বাবা শাহজাহান জীবিত আছেন। তিনি দুর্ঘটনায় আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বুলবুলির চাচা শারফুলের (৩৬) কোনো সন্তান নেই। এজন্য ভাই শাহজাহানের মেয়ে বুলবুলিকে নিজের মেয়ের মতো আদর-যত্ন করতেন চাচা শারফুল। নালিতাবাড়ী উপজেলায় খালাতো ভাইয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন তিনিও। একই গাড়িতে ছিলেন তারা সবাই।

দুর্ঘটনার পর জীবিত অবস্থায় ফিরে দেখেন আদরের ভাতিজিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ দেখেই আহাজারি শুরু করেন তিনি। বুলবুলির লাশ বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়েন তিনি। এই কান্নার দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে যায়। দৃশ্য দেখে সবাই মনে ভেবেছিলেন বাবা-মেয়ে। পরে জানা গেল চাচা-ভাতিজি। এদিকে, চাচা-ভাতিজির হৃদয়স্পর্শী ছবি ‘বাবা-মেয়ের’ বলে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়। মূলত এই তথ্য সঠিক নয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে এক পরিবারের তিনজনসহ আটজন নিহত হয়েছেন। ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুরের ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে ১৪ জন যাত্রী ছিলেন। তারা ভালুকা, তারাকান্দা ও গফরগাঁও উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন- ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাকশিবাড়ি গ্রামের শাহজাহানের স্ত্রী বেলী বেগম (৩০), তাদের শিশুসন্তান বুলবুলি আক্তার (৭), শাহজাহানের মা মিলুয়ারা বেগম (৫৫), গফরগাঁও উপজেলার রিপা খাতুন (৩০), শামছুল হক (৬৫), রেজিনা খাতুন (৫৩), পারুল আক্তার (৫০) এবং তারাকান্দা উপজেলার নবী হোসেন (৩০)।

মাইক্রোবাসে থাকা বাকি ছয়জন বেঁচে গেছেন। তারা হলেন- নিহত বুলবুলির বাবা শাহজাহান, চাচা শারফুল, আত্মীয় মিজান (২৮), রাজু (২৭), গফরগাঁও উপজেলার হাবীব ৫৫) ও রতন (৫৫)।

বুলবুলির চাচা শারফুল বলেন, অতি আদরের ভাতিজিকে মৃত অবস্থায় দেখে আমি নির্বাক হয়ে যাই। আমার কোনো সন্তান নেই। বুলবুলি আমার সন্তানের মতো। আমি কখনও বুলবুলিকে ভাতিজি মনে করিনি, নিজের মেয়েই মনে করতাম। সবসময় নিজের মেয়ের মতো আদর-যত্ন করেছি। বুলবুলির লাশ দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি; তাই বুকে জড়িয়ে মাটিতে শুয়ে পড়েছিলাম। আমার ভাই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন। আমার ভাই জীবিত অথচ তাকে ফেসবুকে মৃত বানিয়ে দিয়েছে। বুলবুলিকে হারানোর শোকে ভাই স্তব্ধ। এর মধ্যে ছড়ানো হলো মৃত্যুর গুজব।

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, শারফুলের খালাতো ভাইয়ের জানাজায় নালিতাবাড়ী উপজেলায় যাচ্ছিলেন সবাই। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে আটজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু, পাঁচজন নারী ও দুইজন পুরুষ। এদের মধ্যে মা-মেয়ে ও দাদিসহ এক পরিবারের তিনজন। স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়