Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২১, ১৯ আগস্ট ২০২০

বিভিন্ন দাবিতে যশোরে সমাবেশ

সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির যশোর জেলা কমিটি। দাবিগুলুর মধ্যে পাটের মণ ন্যুনতম তিন হাজার টাকা নির্ধারণ, রাষ্ট্রায়াত্ত পাটকলগুলো বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল, কৃষিভিত্তিক শিল্প আধুনিকায়ন ও জাতীয়করণ উল্লেখযোগ্য।

বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত যশোর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক সংগ্রাম সমিতির জেলা কমিটির সহ-সভাপতি সোহরাব উদ্দিন মাস্টার।

বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, শ্রমিক নেতা কামরুজ্জামান রাজেশ, ছাত্রনেতা মধু মঙ্গল বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, এবার মণ প্রতি পাটের উৎপাদন খরচ হয়েছে দুই থেকে আড়াই হাজার টাকা। এ অবস্থায় বিজেএমসি পাটের বাজারে না এলে এবং ব্যক্তিখাতের মিলগুলো একচেটিয়াভাবে পাট ক্রয় করলে কৃষক পাটের নায্যমূল্য নাও পেতে পারেন। এ অবস্থায় পাটের ন্যুনতম মূল্য তিন হাজার টাকা নির্ধারণ, রাষ্ট্রায়াত্ত পাটকলগুলো বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিল ও কৃষিভিত্তিক শিল্প আধুনিকায়ন ও জাতীয়করণের দাবি করেন বক্তারা। 

বক্তারা আরও বর্তমানে দেশে পাটচাষীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। আর পাট শিল্পে জড়িত আছে এক লাখ ৬২ হাজার শ্রমিক। নেতৃবৃন্দ বলেন, এখন পাট কাটা, জাগ দেওয়া, আঁশ ছড়ানো, শুকানো ও বিপণনের সময়। এখনই বাজারে পাট বিক্রি হচ্ছে এক হাজার ৮শ' টাকা থেকে এক হাজার নয়শ' টাকায়। নতুন পাট বাজারে উঠতে শুরু করলে দাম আরও কমে যাবে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়