Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ২০ আগস্ট ২০২০

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিশাতলায় সড়ক দুর্ঘটনায় বেলায়েত হোসেন (৪৫) নামে এক প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।

বৃহস্পতিবার সকালে (২০ আগস্ট) দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত হোসেনের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রসুনদিবাদ গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাজিব হোসেন জানান, মাওয়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ওই স্থানে পৌঁছালে আখ বোঝাই একটি ভ্যানকে সাইড দিয়ে গিয়ে মহাসড়কের পাশে থাকা ইট বালি, খোয়া মিক্সিং মেশিনের সঙ্গে সাজোরে ধাক্কা লেগে। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক বেলায়েত হোসেন মারা যান ও দুইজন আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ ঘটনায় মারাত্মক আহত ভ্যানচালক মশিউর রহমান এবং প্রাইভেটকারে থাকা সাহিদ আলমকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়