Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ২১ আগস্ট ২০২০

খুলেলা বান্দরবান পর্যটনে কন্দ্র

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা পরিস্থিতিতে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর শুক্রবার খুলে দেয়া হলো বান্দরবানের সব ট্যুরিস্ট স্পট, আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের এক সভায় সবার সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র, হোটেল-মোটেল রেস্টুরেন্ট খোলার অনুমতি দেয় প্রশাসন।

বান্দরবানের এডিসি শামীম হোসেন বলেন, শুক্রবার পর্যটন কেন্দ্র ও হোটেল-মোটেল রেস্টুরেন্ট খোলার বিষয়ে সেক্টরভিত্তিক সভা করা হয়েছে। সেখানে পর্যটন স্পট খোলা এবং পর্যটকসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

ডিসি কার্যালয়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সভায় বৃহস্পতিবার ডিসি দাউদুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, অ্যাডিশনাল এসপি রেজা সরোয়ার, আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ট্যুরিস্ট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল আলমসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ঘোষণায় ব্যবসায়ী-শ্রমজীবী মানুষের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে।

জেলার হোটেল-মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকায় বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তাছাড়া এখানে কর্মসংস্থান ও আয়ের বড় খাত হচ্ছে পর্যটন। দীর্ঘদিন পর খুলে দেয়ার সিদ্ধান্তে সবাই খুশি। এবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে মানুষের কর্মসংস্থান হবে।

জেলার জিপ ও মাইক্রোবাস সমিতির আহ্বায়ক মো. আলমগীর বলেন, দীর্ঘ পাঁচ মাস পর পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় আবারো পর্যটকে ভরপুর থাকবে বান্দরবান। এতে করে আয়-রোজগার ভালো হবে এবং ঠিকমতো সংসার চালানো যাবে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৮ মার্চ থেকে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়