Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ২১ আগস্ট ২০২০
আপডেট: ২০:৫২, ২১ আগস্ট ২০২০

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নোবিপ্রবিতে শোক র‌্যালি ও আলোচনা সভা

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদদের স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শোক র‌্যালি, পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০ টায় প্রথমে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। পরে প্রশাসনিক ভবনের সামনে ২১ শে আগস্টকে প্রতিপাদ্য করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজনুর রহমান, অফিসার্স অ্যাসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।

এসময় শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শুক্রবার বাদ জুমা ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদসহ নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের ছোট ভাই মো. হাসান ইমাম সেন্টু ও বিশ্ববিদ্যালয়ের (আইএসএলএম) বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র সাইফ উদ্দিনের স্মরণে নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

আইনিউজ/এসডিপি/এনএস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়