Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ২১ আগস্ট ২০২০
আপডেট: ২১:১৩, ২১ আগস্ট ২০২০

জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২৬ জনে

জামালপুরে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ১ হাজার ২২৬ জনে। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

সূত্রটি জানায়, সর্বশেষ শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৬ টি নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ৮ জন, ইসলামপুরে ১ জন, মাদারগঞ্জে ৩ জন এবং বকশীগঞ্জ উপজেলায় রয়েছেন ৪ জন। 

জামালপুর জেলায় মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯০৪ জন এবং মারা গেছেন ২০ জন। বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন। জামালপুরে বর্তমানে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছে ৯ জন এবং বাড়িতে ২৭৯ জন।

আইনিউজ/এসডিপি/এ.এস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়