বগুড়া প্রতিনিধি
বগুড়ায় কুকুরের কামড়ে ৩ শিশুসহ আহত ৪

বগুড়ার ধুনটে বেওয়ারিশ কুকুরের কামড়ে এক নারী ও তিন শিশু গুরুতর আহত হয়েছে। আহতরা হল- কাশিয়াহাটা গ্রামের মৃত শফি মিয়ার ছেলে আব্দুর রহিম (৭), একই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (৩), মজুমদারের ছেলে জুনাইদ ইসলাম (৫) এবং আনজেরা বেগম (৪৫)।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে কয়েকটি বেওয়ারিশ কুকুর এলোমেলোভাবে ঘোরাফেরা করে আসছে। রবিবার সকালে একটি কুকুর কাশিয়াহাটা গ্রামে ঢুকে শিশু আব্দুর রহিম, ফয়সাল আহমেদ, জুনাইদ ইসলাম ও আনজেরা বেগমকে কামড়িয়ে গুরুতর আহত করে।
আহত ফয়সাল আহমেদের বাবা শাহিনুর ইসলাম জানান, কুকুরের কামড়ে আহত জুনাইদ ইসলাম ও আনজেরা বেগম স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও গুরুতর অবস্থায় শিশু ফয়সাল ও আব্দুর রহিমকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সরকারিভাবে কোনও ভ্যাকসিন প্রদান করেনি। তাই তাদেরদেরকে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা করাতে হচ্ছে ।
তবে ধুনট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল হাসিব বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে কোনও ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না। তাই রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে।
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কুকুরের উপদ্রপ বৃদ্ধি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং হাসপাতালে কেন ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে না এ ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন