Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৪, ২৫ আগস্ট ২০২০

কারাগারে যৌতুক মামলার হাজতীর মৃত্যু

মাদারীপুরে জেলা কারাগারে হাকিম হাওলাদার (৬৫) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া হাকিম হাওলাদার মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার সইজউদ্দিন হাওলাদারের ছেলে।

সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শংকর মজুমদার জানান, আদালতে দায়েরকৃত একটি যৌতুক মামলা গ্রেপ্তার হন হাকিম হাওলাদার। পরে আদালত তাকে ৫ আগস্ট কারাগারে পাঠানো নির্দেশ দেন। কারাগারে থাকা অবস্থায় সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে হাকিমের মৃত্যু হয়।

তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়