Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৭, ২৬ আগস্ট ২০২০
আপডেট: ১৫:১২, ২৬ আগস্ট ২০২০

পল্লী বিদ্যুতের ঠিকাদারকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের শাকপালা এলাকায় নাহিদ (৩০) নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নাহিদের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাটিয়ে দেয়।

মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। নাহিদ ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের পুত্র। তিনি পেশায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-ঠিকাদার ছিলেন।

জানা গেছে, ব্যবসায়িক কারণে টাকা লেনদেনের কথা বলে নাহিদকে রাতে ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর সেখান থেকে শাকপালা পশ্চিমপাড়া গোরস্থানের পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যুু হয়। পরে স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

শাজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আম্বার হোসেন জানান, পাওনা টাকা দেয়ার নাম বলে ফোনে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে মর্গে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, এ ঘটনায  জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়