Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

দৌলতদিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৭, ২৬ আগস্ট ২০২০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ’র) দৌলতদিয়া কার্যালয় জানায়, বর্তমানে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীতে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে সঙ্গে প্রচন্ড বাতাস।

পদ্মা নদী উত্তাল রয়েছে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সকাল ১০টা থেকে এ নৌরুটে চলাচলকারী সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, পদ্মা নদী উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ১৭টি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ রুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। প

রিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরিতে নৌরুট পারাপারের জন্য অনুরোধ জানান বিআইডব্লিউটিএর এই কর্মকর্তা।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়