Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৬, ২৮ আগস্ট ২০২০

অস্ট্রেলিয়া নয়, গ্রামের বাড়িতেই আত্মগোপনে ছিলেন আফজাল

ফাইল ছবি

ফাইল ছবি

অর্থ আত্মসাৎ মামলার আসামি স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল অস্ট্রেলিয়ায় নয়, আত্মগোপনে ছিলেন ফরিদপুরের গ্রামের বাড়িতে। বুধবার আইনি সহায়তা চাইলে আদালতে আত্মসমর্পণ করিয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী।

রাজধানীর উত্তরা, পল্লবী ও ফরিদপুরে ছয়টি বাড়িসহ ২৫টি প্লট-জমি ক্রোক করেছে দুদক। এসবই অবৈধ অর্থে গড়ে তোলার অভিযোগে আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ জুন মামলা করে দুদক। এরপর থেকেই পলাতক ছিলেন আবজাল। এক বছরের বেশি সময় আত্মগোপনে থাকার পর বুধবার হঠাৎ করেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। জামিন নামঞ্জুর হওয়ায় এখন আছেন কারাগারে।

হঠাৎ করেই কোথা থেকে উদয় হলেন তিনি? এ প্রশ্নের উত্তর খুঁজতে আবজাল-রুবিনা দম্পতির বাসায় গিয়ে জানা যায়, গত বছর দুদক বাড়িটি ক্রোক করার পর সেখান থেকে চলে যান তারা। বাড়ির তত্ত্বাবধায়ক জানালেন, বিদেশে যাননি আবজাল। ছিলেন দেশেই।

এ প্রসঙ্গে আবজালের আইনজীবী শাহিনুর ইসলাম জানান, ফরিদপুরের গ্রামের বাড়িতেই আত্মগোপনে ছিলেন আবজাল। বুধবারই তার সঙ্গে যোগাযোগ করে আইনি সহায়তা চান। স্ত্রী রুবিনাও আত্মসমর্পণ করবেন বলে জানান আবজাল।

দেশে অবস্থানের পরও আবজালকে কেন গ্রেফতার করা যায়নি? এ প্রশ্নের উত্তরে দুদক সচিব দিলোয়ার বখত জানান, গত একবছর আবজাল কোথায় ছিলেন, কীভাবে ছিলেন? তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়