নড়াইল প্রতিনিধি
কালনা ঘাটে ট্রলার থেকে পড়ে শিশুসহ বাবা নিখোঁজ

লোহাগড়া মধুমতি নদীর কালনা ঘাটে ট্রলার নিয়ে নদীতে ঘুরতে গিয়ে নির্মানাধীন ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে ৬ মাসের শিশু সহ বাবা নদীতে পড়ে যায়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুমতি নদীর কালনা ঘাটের নড়াইল পাড়ে এ ঘটনা ঘটে। শনিবার সকালে খুলনা থেকে ডুবুরী দল এতে দুই জনের সন্ধান শুরু করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানায়,লোহাগড়া উপজেলার চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে পুলিশ সদস্য আবু মুশা মোল্যা ছুটিতে এসে শিশুসহ পরিবারের ৬ সদস্য মধুমতি নদীতে ঘুরতে বের হন। ঘোরা শেষে সন্ধ্যায় ঘাটে ভেড়ার কিছুক্ষণ আগে ট্রলারে ত্রুটি দেখা দিলে তা ¯্রােতে নির্মানাধীন কালনা সেতুর পিলারের সাথে ধাক্কা লাগে। শিশু সন্তান কোলে নিয়ে দাঁড়ানো অবস্থায় ওই পুলিশ সদস্য নদীতে পড়ে যান। পরিবারের বাকি ৪ সদস্য নিরাপদে পাড়ে নামেন। রাতে উদ্ধার তৎপরতা চালানো হলেও তাদের পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, শনিবার খুলনা থেকে ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে। জেলার লোহাগড়া মধুমতি নদীর কালনা ঘাটে ট্রলার নিয়ে নদীতে ঘুরতে গিয়ে নির্মানাধীন ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে ৬ মাসের শিশু সহ বাবা নদীতে পড়ে যায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুমতি নদীর কালনা ঘাটের নড়াইল পাড়ে এ ঘটনা ঘটে। শনিবার সকালে খুলনা থেকে ডুবুরী দল এতে দুই জনের সন্ধান শুরু করেছে। সূত্র: বাসস
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন