Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ২৯ আগস্ট ২০২০

সন্তানসহ কারাগারে ভারতীয় নারী সুনিয়া

সন্তানকে পিতৃ পরিচয় দিতে অবৈধ অনুপ্রবেশ করে বাংলাদেশে স্বামীর কাছে আসায় ভারতীয় নারী সুনিয়া সাউকে তার তিন বছরের ছেলেসহ কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে ফুলবাড়ী থানা পুলিশ তাদের কারাগারে পাঠায়।

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ওই নারীকে আটক করে তার বিরুদ্ধে মামলা করে পুলিশে হস্তান্তর করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় এ তথ্য জানিয়েছেন।

সুনিয়া সাউয়ের বাড়ি ছত্রিশগড়ের মঙ্গলী জেলার জেড়াগাও থানায়। এক মাস আগে সন্তানসহ সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেন তিনি। সেই থেকে তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর চানদোলার পাড় গ্রামে স্বামী ওবায়দুল হকের বাড়িতে ছিলেন। চার বছর আগে কাজের সূত্রে ওবায়দুল ভারতে গেলে সেখানে তারা বিয়ে করেন এবং তাদের একটি সন্তানও হয়। এরপর ওবায়দুল দেশে ফিরে আসলে আর ভারতে ফিরে যাননি। দেশেও তার স্ত্রী-সন্তান রয়েছে।

ওবায়দুল জানান, ২৫ জুলাই দালালের মাধ্যমে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত পেরিয়ে সন্তানসহ বাংলাদেশে আসেন সুনিয়া। স্থানীয়দের চোখের আড়ালে গত এক মাস ধরে তার বাড়িতে ঘর-সংসার করলেও তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে ঘটনাটি প্রকাশ পেলে বিজিবি সদস্যরা সন্তানসহ সুনিয়াকে আটক করে নিয়ে যায়।

বিয়ের কথা স্বীকার করে তিনি বলেন, ‘ভারতে কাজ করতে গিয়ে আমি বৈধভাবে ভারতে তাকে বিয়ে করেছি এবং আমাদের তিন বছরের একটি ছেলে সন্তান আছে।'

তবে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল আলম জানান, অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় ওই নারীকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। আদালত তার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

ওসি রাজীব কুমার রায় জানান, শুক্রবার রাতে বিজিবি বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করেছে। শনিবার সকালে ওই নারীকে তার সন্তানসহ কারাগারে পাঠানো হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়