Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৩, ৩০ আগস্ট ২০২০

গোপালগঞ্জে ১৮টি লাইসেন্স বিহীন ক্লিনিকে নিয়মিত চলছে অস্ত্রপচার

নিয়মিত অস্ত্রপচার চলছে গোপালগঞ্জের মুকসুদপুরে ১৮টি লাইসেন্স বিহীন বেসরকারি ক্লিনিকে।  ক্লিনিক মালিকরা অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরে লাইসেন্সের আবেদন করেই এসব ক্লিনিকের কার্যক্রম শুরু করে দিয়েছেন। ক্লিনিকগুলো প্রতারণার ফাঁদ পেতে রোগী নিয়ে রমরমা বাণিজ্য করে যাচ্ছে।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, জেলার মুকসুদপুর উপজেলায় ২১টি প্রাইভেট ক্লিনিক ও ডায়গনেস্টিক সেন্টার রয়েছে। এরমধ্যে ১৮টিরই লাইসেন্স নেই। বাকি চারটির লাইসেন্স থাকলেও নবায়ন নেই।

ক্লিনিকগুলোতে মানসম্মত কোনও অপারেশন থিয়েটার নেই। সার্বক্ষণিক চিকিৎসক নেই। এমনকি পাস করা নার্স বা টেকনিশিয়ানও নেই। ক্লিনিক মালিক ও তাদের স্বজনরাই চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, আয়া, ওয়ার্ডবয় ও ক্লিনিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। 

এপ্রসঙ্গে গোপালগঞ্জে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, “অনলাইনে ক্লিনিকের লাইসেন্সের আবেদন করার পর স্বাস্থ্য অধিদপ্তর তদন্তের জন্য আমাদের কাছে কাগজপত্র পাঠাবে। আমরা তদন্ত করে সন্তোষজনক প্রতিবেদন দিলেই স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স দেবে। লাইসেন্স পাওয়ার পর ক্লিনিক শুরু করতে হবে। লাইসেন্স বিহীন ও লাইসেন্স নবায়ন নেই এমন ক্লিনিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।” 

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়