নিউজ ডেস্ক
তুরাগ নদীতে অবৈধভাবে বালু ভরাট, ছয় শ্রমিক আটক

সাভারে তুরাগ নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে ছয় শ্রমিককে আটক করেছে আশুলিয়া নৌ পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, বাবুল বেপারী (৩৫), সবুজ হাওলাদার (৩৩), হারুনুর রশিদ (২৪), সুমিল সরকার (২৬), শ্রী মলিন (৩৩) ও শ্রী সাগর (৩৩)। তারা সবাই ড্রেজার ও বলগেডের শ্রমিক।
রবিবার রাতে সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক শ্রমিকদের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
নৌ পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে তুরাগ নদীর তীরে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) মমিন উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বলগেডে বালু ভরার অভিযোগে ছয়জন শ্রমিককে আটক করা হয়েছে। সেই সাথে দুটি ড্রেজারও জব্দ করা হয়।
আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মমিন উদ্দিন বলেন, এক শ্রেণির কতিপয় ভূমি দস্যুরা নদীর তীর দখল করে বালু ব্যবসা করে আসছিল। এতে করে নদীর সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছিল। নতুন করে কেউ নদীর তীর দখল করে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/টিএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন