Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৪, ৩১ আগস্ট ২০২০

চাঁদপুরে অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার

চাঁদপুর মাতৃমঙ্গল হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। রফিকুল ইসলাম পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাদিয়া এলাকার ডাক বাংলো বাড়ির বাসিন্দা। তার স্ত্রী, এক কন্যা ও চার পুত্র সন্তান রয়েছে।

রবিবার শাহরাস্তি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উত্তর পাশে বাদিয়া এলাকার ডোবায় ভাসমান ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।  এই বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার বলেন, রফিকুল ইসলাম সকাল থেকেই ওই ডোবায় থাকা কচুরিপানা পরিষ্কার করছিলেন। দুপুরের দিকে একবার ডোবা থেকে উপরে উঠতে দেখেছেন লোকজন। পুনরায় আবারও তিনি ওই ডোবাতে কাজ করেন। কিন্তু সন্ধ্যায় বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে তার মরদেহ ডোবার পানিতে ভাসতে দেখেন। এরপর লোকজন শাহরাস্তি থানায় সংবাদ দেয়।

আইনিউজ/টিএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়