Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৭:৫৫, ১ সেপ্টেম্বর ২০২০

বান্দরবানে বাঁশ কাটার সময় পাহাড় ধস

ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানের আলীকদমে পাহাড় ধসে একজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার নয়াপাড়া ইউপির মঙ্গল ঝিরি পাহাড়ে এ ঘটনা ঘটে। আহত ইমংসিং মারমা নয়াপাড়া ইউপির কলার ঝিরি আব্বাস কারবাড়ি পাড়ার বাসিন্দা। নিখোঁজ রুবেলের বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানায়, দুপুরে কয়েকজন মিলে মঙ্গল ঝিরি পাহাড়ে বাঁশ কাটতে যান। এ সময় পাহাড় ধসে পড়লে মো. মিনার, মো. বেলাল নিরাপদে সরে গেলেও ইমংসিং মার্মা মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এছাড়া মো. রুবেল মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন।

আলীকদম থানার ওসি কাজী রকিব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে গিয়েছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়