ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া থানার সামনে পুলিশকে ছুরিকাঘাত

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এক যুবকের ছুরিকাঘাতে পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাজাহানসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। এই ঘটনায় মোবাশ্বের (৩০) নামের ওই যুবককে আটক করেছে পুলিশ। তার বাড়ি জেলা শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, আটক মোবাশ্বের ছুরি নিয়ে পুলিশের উপর হামলার চেষ্টা করে আসছিলো। ছুরিটি তার কাছ থেকে উদ্ধারের সময় সে আমার উপরও হামলার চেষ্টা করে। এই সময় আমি আহত হই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সদর মডেল থানার ভেতরে ঢুকে এক যুবক পায়চারি করতে থাকে। এসময় পুলিশ সদস্যরা তার কাছে থানায় আসার কারণ জানতে চাইলে, তিনি তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশের উপর হামলার চেষ্টা করে। এরপর পুলিশ সদস্যরা ধাওয়া দিলে থানার সামনের সড়কে চলে যায় তিনি৷।
তাকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (ড্রাইভার) সাধন আহত হন। অনেক চেষ্টার পর পরে থানার সামনে থেকে তাকে আটক করে সক্ষম হয় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানান, তিনি কেন এমনটি করলো তা এখনো পরিষ্কার নয়। জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। তিনি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছেন বলে জানান।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন