Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৭, ৩ সেপ্টেম্বর ২০২০

পতেঙ্গায় বিস্ফোরণে আরও ১ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গায় ইনকনট্রেড কন্টেইনার ডিপোতে ট্যাঙ্কার বিস্ফোরণে রবিউল নামের আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিস্ফোরণে মোট চারজনের মৃত্যু হলো।

বুধবার (২ সেপ্টেম্বর) মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনকনট্রেড ডিপোর ওয়ার্কশপ ম্যানেজার ইয়াছিন।

তিনি জানান, ‘গতকালের দুর্ঘটনার পর ৩ জনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে রবিউলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছিল। কিন্তু যাত্রা পথেই তার মৃত্যু হয়।’

গতকাল পতেঙ্গা লালদিয়া চরে ইনকনট্রেড ডিপোতে ট্যাঙ্কার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত হন। গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

গতকাল নিহতরা হলেন— পতেঙ্গার লালদিয়ার চর এলাকার বাসিন্দা আরমান (২৩), মধ্যম হালিশহর এলাকার বাসিন্দা মুক্তার (২৮) ও রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার নেওয়াজ (২৬)।

চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন— পতেঙ্গা এলাকার বাসিন্দা জুবায়েদ (২৮) এবং বিজয়নগর এলাকার বাসিন্দা আমির (২৮)।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়