পঞ্চগড় প্রতিনিধি
আপডেট: ১৬:০০, ৪ সেপ্টেম্বর ২০২০
পঞ্চগড়ে ৫ ইউএনও’র বাসভবনে আনসার মোতায়েন হচ্ছে

ফাইল ছবি
পঞ্চগড়ের পাঁচ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএসও) সরকারি বাসভবনে নিরাপত্তায় ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। এসব বাসভবনে আনসার সদস্য মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের (শুক্রবার) মধ্যে মোতায়েন করা হবে আনসার সদস্য।
জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ চত্বরসহ ইউনএওদের সরকারি বাসভবনে পুলিশি টহল বৃদ্ধি করা করা হয়।
নির্দেশনা মোতাবেক এসব সরকারি বাসভবনে আনসার সদস্যদের মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে আনসার সদস্যদের বাছাই করা হয়েছে।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম বলেন, নির্দেশনা মোতাবেক শুক্রবার সকালে স্মার্ট কার্ডধারী আনসার সদস্যদের বাছাই করা হয়েছে।
তিনি জানান, অস্ত্রসহ এসব সদস্যদের জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরকারি বাসভবনে মোতায়েন করা হবে। আশা করি আজকের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে আনসার সদস্যদের মোতায়েন নিশ্চিত করা হবে।
বুধবার রাতে নিজ বাসভবনে দুষ্কৃতকারীদের হামলার শিকার হন দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম। এরপর ইউএনওদের নিরাপত্তার বিষয়টি সামনে আসে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন