Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০১ অক্টোবর ২০২৫,   আশ্বিন ১৬ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১৫, ৪ সেপ্টেম্বর ২০২০

ভারতে পাচারের সময় ১২৬ কেজি ইলিশ জব্দ করল বিজিবি

ভারতে পাচার হওয়ার সময় রাজশাহীর বাঘা সীমান্ত থেকে ১২৬ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার বাঘা উপজেলার সড়কঘাট পদ্মারচর নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

শুক্রবার সকালে বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাত ৮টার দিকে বিজিবির ১ ব্যাটালিয়নের আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল এ অভিযান চালায়। চোরাকারবারীরা নৌকায় করে মাছগুলো সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলেন।

চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাছ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি মাছ জব্দ করে আনে। এরপর শুক্রবার সকালে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো মাদ্রাসা-এতিমখানা এবং গরিব মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়।

এর মধ্যে বাঘা মহিলা মাদ্রাসায় ২০টি, জামিয়া মাদানিয়া দারুল কোরআন মাদ্রাসায় ১৫টি, সরেরহাট কল্যাণী শিশু সদন এতিমখানায় ২০টি, আড়ানী কওমি মাদ্রাসায় ১৫টি, কিশোরপুর হাফিজিয়া মাদ্রাসায় ১৫টি এবং এলাকার দুস্থ ও গরিবদের মাঝে ২০টি মাছ বিতরণ করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়