মানিকগঞ্জ প্রতিনিধি
বিনা খরচে সমালোচনা করা যায়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মিডিয়ায় খরচ ছাড়া ঘরে বসে সমালোচনা করা যায়। খরচ ছাড়া টেলিভিশনের পর্দায় সমালোচনা করা যায়। কিন্তু করোনার ৬ মাসে আপনাদের তো দেখলাম না মানুষের পাশে দাঁড়াতে। ৬ মাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ই কাজ করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক পরামর্শেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে চিকিৎসায় সফল হয়েছি। করোনা নিয়ন্ত্রণে আমরা অন্যান্য দেশের তুলনায় ভালো করেছি।
শনিবার দুপুরে সাটুরিয়া বাজারে ৩টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের ব্যবস্থা হচ্ছে। বিভিন্ন দেশ ভ্যাকসিন তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ভ্যাকসিন বাজারে আসলেই বাংলাদেশ আগে পাবে। প্রধানমন্ত্রীর সঠিক নির্দেশনার কারণেই বাংলাদেশের মৃত্যুর সংখ্যা অনেক কম। ভ্যাকসিন আসা আগ পর্যন্ত সবাইকে মাস্ক পরতে হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সমালোচকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনারা শুধু সরকার ও প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। মানুষের কোনো সাহায্যে এগিয়ে আসেননি।
এরপর স্বাস্থ্যমন্ত্রী সাটুরিয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে দুটি কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন উদ্বোধন, গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্বা আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফজলু, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনসহ আরও অনেকে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন